বাংলাদেশ নারী
প্রগতি
সংঘ
(বিএনপিএস)-এর
কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রন্ট ডেস্ক অ্যাসিসটেন্ট পদে
জরুরি
ভিত্তিতে একজন
কর্মী
নিয়োগ
করা
হবে।
আগ্রহী
দক্ষ
ও যোগ্য নারী প্রার্থীদের কাছ
থেকে
দরখাস্ত আহবান
করা
যাচ্ছে। প্রার্থীকে কমপক্ষে স্নাতক
ডিগ্রি
বা
সেক্রেটারিয়েল সায়েন্সে ডিপ্লোমাধারী হতে
হবে।
প্রার্থীকে ইংরেজি
ও বাংলায় যোগাযোগ, সভার
কার্যবিবরণী তৈরি,
মাইক্রোসফট অফিস,
ইমেইল
ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে। নির্বাচিত প্রার্থীকে সংস্থার পিএবিএক্স পরিচালনা, জরুরি
চিঠি
ও ইমেইল আদান-প্রদান
ও রেজিস্টার সংরক্ষণ করতে হবে। এ ছাড়াও, তাকে নির্বাহী পরিচালকের যাবতীয়
অ্যাপয়েন্টমেন্ট, মিটিং
শিডিউল
ও ফাইলপত্র সংরক্ষণ করতে হবে।
Post a Comment