পদ: এরিয়া ম্যানেজার
খালি পদ: ১৫ জন
চাকররি ধরণ: ফুল টাইম
চাকররি দায়ত্বিসমূহ
নিয়মিত এম.পি.ও মনিটরিং ও রিপোর্টিং এর মাধ্যমে কোম্পানীর সেল্স টার্গেট পূূরন করা। ।
মার্কিটিং এর কৌশল তৈরী করা ও তা বাস্তবায়ন করা।
বাজারে প্রোডাক্টের উপস্থিতি নিশ্চিত করা।
নিয়মিত তদারকীর মাধ্যমে সেল্স টীম দ্বারা টার্গেট পূরণ করা ও কাজের সর্বোচ্চ আউটপুট বের করে আনা।
ডাক্তার, কেমিস্ট ও অন্যান্য প্রেস্ক্রাইবার এর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা ও নিয়মিত ভিজিট করা ।
কোম্পানীর নির্দেশ অনুযায়ী কাজ করা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/সমমান।
অভিজ্ঞতা
কোন প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যালস্ কোম্পানীর মার্কেটিংএ নূন্যতম ৪-৫ বছর এবং সমপদে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
প্রার্থীকে স্মার্ট, ডায়নামিক, কঠোর-পরিশ্রমী, সৃজনশীল ও স্ব-প্রণোদিত হতে হবে।
গভীর বিশ্লেষণাত্মক দক্ষতা এবং উত্তম অন্তঃব্যক্তিগত ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
পূর্ববতী কোম্পানী সমূহের অভিজ্ঞতার সনদ এবং অফিসের ছাড়পত্র থাকতে হবে।
কম্পিউটার (এম,এস অফিস এবং ইন্টারনেট) ব্রাউজিংএ উত্তম পারদর্শীতা থাকতে হবে।
সকল শিক্ষাগত যোগ্যাতার মূল সনদ পত্র এবং ফটোকপি সহ, ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, এন,আই, ডি/বি, আই,ডি কার্ড এবং চেয়ারম্যান সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত আবেদনপত্র এইচ.আর. ম্যানেজার বরাবর, দুই কপি সদ্য তোলা রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র, জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ, সকল মূল সনদপত্র নিয়ে আগামী ২১শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর, ২০১৮ইং পর্যন্ত দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য আহবান করা যাচ্ছে।
১৮৫, এলিফ্যান্ট রোড (বীর উত্তম সি আর দত্ত রোড), রোজ ভিউ প্লাজা, রুম নং- ৪০১ (৪র্থতলা) হাতিরপুল কাঁচাবাজারের বিপরীতে, ঢাকা-১২০৫। ফোনঃ ০২-৯৬৬৫০৩৫ ০১৭৬৬১৪৮৯৭০ (ফোনে যোগাযোগ শুধুমাত্র ঠিকানা জানার জন্য)
Email - totalpharma.pmd@gmail.com
খালি পদ: ১৫ জন
চাকররি ধরণ: ফুল টাইম
চাকররি দায়ত্বিসমূহ
নিয়মিত এম.পি.ও মনিটরিং ও রিপোর্টিং এর মাধ্যমে কোম্পানীর সেল্স টার্গেট পূূরন করা। ।
মার্কিটিং এর কৌশল তৈরী করা ও তা বাস্তবায়ন করা।
বাজারে প্রোডাক্টের উপস্থিতি নিশ্চিত করা।
নিয়মিত তদারকীর মাধ্যমে সেল্স টীম দ্বারা টার্গেট পূরণ করা ও কাজের সর্বোচ্চ আউটপুট বের করে আনা।
ডাক্তার, কেমিস্ট ও অন্যান্য প্রেস্ক্রাইবার এর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা ও নিয়মিত ভিজিট করা ।
কোম্পানীর নির্দেশ অনুযায়ী কাজ করা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/সমমান।
অভিজ্ঞতা
কোন প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যালস্ কোম্পানীর মার্কেটিংএ নূন্যতম ৪-৫ বছর এবং সমপদে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
প্রার্থীকে স্মার্ট, ডায়নামিক, কঠোর-পরিশ্রমী, সৃজনশীল ও স্ব-প্রণোদিত হতে হবে।
গভীর বিশ্লেষণাত্মক দক্ষতা এবং উত্তম অন্তঃব্যক্তিগত ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
পূর্ববতী কোম্পানী সমূহের অভিজ্ঞতার সনদ এবং অফিসের ছাড়পত্র থাকতে হবে।
কম্পিউটার (এম,এস অফিস এবং ইন্টারনেট) ব্রাউজিংএ উত্তম পারদর্শীতা থাকতে হবে।
সকল শিক্ষাগত যোগ্যাতার মূল সনদ পত্র এবং ফটোকপি সহ, ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, এন,আই, ডি/বি, আই,ডি কার্ড এবং চেয়ারম্যান সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীদের স্ব-হস্তে লিখিত আবেদনপত্র এইচ.আর. ম্যানেজার বরাবর, দুই কপি সদ্য তোলা রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র, জীবন বৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ, সকল মূল সনদপত্র নিয়ে আগামী ২১শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর, ২০১৮ইং পর্যন্ত দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য আহবান করা যাচ্ছে।
১৮৫, এলিফ্যান্ট রোড (বীর উত্তম সি আর দত্ত রোড), রোজ ভিউ প্লাজা, রুম নং- ৪০১ (৪র্থতলা) হাতিরপুল কাঁচাবাজারের বিপরীতে, ঢাকা-১২০৫। ফোনঃ ০২-৯৬৬৫০৩৫ ০১৭৬৬১৪৮৯৭০ (ফোনে যোগাযোগ শুধুমাত্র ঠিকানা জানার জন্য)
Email - totalpharma.pmd@gmail.com
Post a Comment